তোমাকে পাওয়ার জন্যে, হে জীববিজ্ঞান 🙂

তোমাকে পাওয়ার জন্যে, হে জীববিজ্ঞান
তোমাকে পাওয়ার জন্যে, হে জীববিজ্ঞান 

তোমাকে পাওয়ার জন্য 

আর কতবার ভাসতে হবে রক্তকনিকায়? 

আর কতবার দেখতে হবে নিউক্লিয়াস? 


তুমি আসবে বলে হে জীববিজ্ঞান, 

ক্যারোলাস লিনিয়াস প্রবর্তন করল দ্বিপদ নামকরণ 

সিথির সিদুর মুছে গেল রন্টজেনের স্ত্রীর।

তুমি আসবে বলে হে জীববিজ্ঞান

বিজ্ঞানের বুকে সবুজ মোটা বই এলো 📗

তুমি আসবে বলে হে জীববিজ্ঞান 

ব্যাঙ কেঁচো উজাড় হলো।ছাত্ররা 

ব্যাঙের অপারেশন চালাল যত্রতত্র। 

তুমি আসবে বলে,

বৃক্ষরোপণ হলো গ্রামের পর গ্রাম 

তুমি আসবে বলে, 

কিডনি আবিষ্কার করল বাংলাদেশের বিজ্ঞানী শুভ রায়


তোমাকে পাওয়ার জন্য, হে জীববিজ্ঞান 

BMI BMR বের করতে করতে ছাত্ররা ভেঙ্গে পড়লো।     

অবুঝ ছাত্ররা হামাগুড়ি দিল নিউক্লিয়াসের উপর ক্রমোজোম বের করার আসায় ।

ডাক্তার হওয়ার জন্য ছাত্ররা 

দিনরাত পড়তে ✍️থাকল তোমাকে হে জীববিজ্ঞান । 


তোমাকে পাওয়ার জন্য হে জীববিজ্ঞান, তোমাকে পাওয়ার জন্য 

আর কতবার ভাসতে হবে রক্তকনিকায় 

আর কতবার দেখতে হবে নিউক্লিয়াস ।


জীববিজ্ঞান তোমার জন্য 

ব্যাকব্যাঞ্চাররা মুখস্ত করতে পারছে না DNA এর গঠন 

তোমার জন্য রন্টজেন আবিষ্কার করল X- ray 

DNA আবিষ্কার করল Watson 

আর জীববিজ্ঞানের জনক হলো এরিস্টটল।


পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 


দেখা যায় বাস্তুতন্ত্র 

নতুন গাছপালা লাগিয়ে, অক্সিজেন সরবরাহ করে 

এই পৃথিবীতে 

তোমাকে আসতেই হবে জীববিজ্ঞান