আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম

 

আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম
আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা সেনসর এবং ৮ জিবি র‍্যাম



আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলে কি কি থাকতে পারে? 

আইফোন ১৪ সিরিজের ফোনে যে নচ ডিজাইনের পরিবর্তে হোল-পাঞ্চ ডিজাইনের ডিসপ্লে থাকতে পারে একথা আগেও শোনা গিয়েছে। সেই সঙ্গে এও শোনা গিয়েছে, হয়তো এই আইফোন সিরিজে ‘মিনি’ মডেলও লঞ্চ হবে না।

আইফোন ১৪ প্রো মডেলে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এখানে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল শুটার এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর ও ১২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর। এক মার্কেট অ্যানালিস্ট সম্প্রতি একথা জানিয়েছেন। তিনি এও বলেছেন যে, আইফোন ১৪ প্রো মডেলে ৮ জিবি র‍্যাম থাকারও সম্ভাবনা রয়েছে। আগামী বছর লঞ্চ হতে পারে আইফোন ১৪ সিরিজ। এই সিরিজে মোট চারটি মডেল থাকার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- রেগুলার আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স, আইফোন ১৪ প্রো ম্যাক্স। এর মধ্যে আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স হল দুটো প্রিমিয়াম মডেল। আর আইফোন ১৪ এবং আইফোন ১৪ ম্যাক্স, এই দুই মডেল তুলনায় অ্যাফোর্ডেবল ফোন।


iPhone 14 সিরিজের Pro মডেলগুলিতে আরও বড় রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে

জন প্রসার দ্বারা তার ইউটিউব চ্যানেল ‘ফ্রন্ট পেজ টেক’ (FRONT PAGE TECH) -এ পোস্ট করা একটি ভিডিওতে, আইফোন ১৪ প্রো সিরিজের মডেলগুলির ডিজাইন দেখা গেছে। ভিডিও অনুসারে, আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল দুটি সামান্য পরিবর্তিত ডিজাইনের সাথে আসবে। আর উভয় ফোনের পিছনেই পূর্বসূরিদের তুলনায় অধিক বড় ক্যামেরা মডিউল উপস্থিত থাকবে। কারণ ফোন দুটিতে ৫৭% বড় সেন্সর এবং ৮কে (8K) ভিডিও রেকর্ডিং ক্ষমতা সহ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে। যার দরুন ক্যামেরা মডিউলের আকারও প্রভাবিত হতে পারে। যদিও প্রো ম্যাক্স সংস্করণে এই তফাৎ খুব একটা লক্ষণীয় নাও হতে পারে, তবে ৬.১ ইঞ্চির আইফোন ১৪ প্রো মডেলে যথেষ্ট ভালো ভাবেই নজরে পড়বে এই পার্থক্য।

প্রসার আরো বলেছেন যে, আইফোন ১৪ প্রো এবং ১৪ প্রো ম্যাক্স ফোনের সামনে নচের পরিবর্তে একটি পিল+হোল আকৃতির কাটআউট ডিজাইন দেখা যাবে, যার মধ্যে থাকবে সেলফি সেন্সর। এছাড়া সামান্য বড় ডিসপ্লে থাকার দরুন ডিভাইসের ওজনও খানিকটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আইফোন মডেলগুলির ‘কর্নার রেডিয়াস’ আরও বাড়ানো হতে পারে, যা কোণ গুলিকে আরো ‘রাউন্ডেড’ বা বৃত্তাকার করে তুলবে। মনে করা হচ্ছে, রিয়ার ক্যামেরা সেটআপের আয়তন বৃদ্ধি করার জন্যই এরূপ ডিজাইন দেখা যাবে আইফোন গুলিতে।

iPhone 14 Pro-র ক্যামেরায় বড়সড় পরিবর্তন! 


এই মডেলটির ক্ষেত্রে 12MP+ 12MP+ 12MP ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে iPhone 13 মডেলটির ক্ষেত্রে ডুয়েল রিয়ার ক্যামেরার সেটআপ রয়েছে। দেওয়া হয়েছে 12MP+12MP ক্যামেরা।
আপকামিং এই মডেলটির স্পেশিফিকেশনের উপর একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানা গেছে এই মডেলটিতে 48MP ক্যামেরা দেওয়া হতে পারে।যদিও সংস্থার তরফে এখনও কিছুই জানা যায়নি তবে বিভিন্ন সূত্র ও রিপোর্টে যে স্পেশিফিকেশন প্রকাশ হয়েছে তাতে জানা যাচ্ছে A15 Bionic (5nm) চিপসেট ব্যবহার করা হতে পারে। ফোনটিতে দেওয়া হতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3115mAh-এর ব্যাটারি থাকতে পারে বলে জানা যাচ্ছে।

Iphone 14 pro mex price in Bangladesh 

 আইফোন বাজারে এখনো আসে নি তবে এর দাম হয়তো 
১ লাখ টাকা উপর হতে পরে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.