Bangla choti golpo - ভালোবাসি মেঘা - love story - life story

 Bangla choti golpo  - ভালোবাসি মেঘা - love story - life story 

Bangla choti golpo  - ভালোবাসি মেঘা - love story - life story
Bangla choti golpo  - ভালোবাসি মেঘা - love story - life story 


আকাশটা মেঘলা হয়ে আছে হয়তো বা বৃষ্টি আসবে...!


মেঘা দ্রুত গতিতে হাটছে, বৃষ্টি নামার আগেই  গন্তব্যে  ফিরতে হবে। এই সময়ে  বৃষ্টির কবলে পড়ার কোন ইচ্ছে তার নেই....অবশ্য সেই ইচ্ছে তার কোন কালে ছিলোও না....!! 

আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যারা বৃষ্টি দেখলেই ঝাপিয়ে পড়ে..ভিজতে চায় একটা বিকেল....!

কিন্তু মেঘা সম্পূর্ণ তার বিপরীত....আকাশে ঘন কালো মেঘ দেখলেই সে দৌড়ে পালায়...বৃষ্টি তার একদুম ই ভালো লাগে না....!!

কিন্তু ভাগ্য আজ তার সহায় হলো না। আকাশ ভেঙ্গে ঝড়তে লাগলো জুম বৃষ্টি। মেঘা কিছুটা কাক ভেজা হয়ে আশ্রয় নিলো পাশের একটা  টং দোকানে। বেশ বিরক্তই লাগছে তার,,এই বৃষ্টি কখন  থামবে কে জানে?দেখে যা মনে হচ্ছে,সহজে থামবে না....!!

এদিকে কাক ভেজা অবস্থা হওয়ার পরিণয়ে,চুল থেকে ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে  মেঘার, বিরক্তে নীল বর্ণ ধারণ করছে তার সর্ব মুখ...!

ঠিক তখন তার পাশ থেকে ভেসে আসে এক শীতল কন্ঠ.... পাশ ফিরে দেখে,একটা ছেলে ওর দিকে রোমাল এগিয়ে দিয়ে,একনাগাড়ে বলে যাচ্ছে....


-- রোমালটা পরিষ্কার আছে,,এটা দিয়ে মাথাটা মুছোন, না হলে ঠান্ডা লেগে যাবে....

মেঘা হা করে তাকিয়ে আছে,লোকটা ওকেই বলছে, কিন্তু,রোমাল দিয়ে আবার মাথা মুচে কিভাবে? তবুও সে ভদ্রতার খাতিলে রোমালটা নেয়,হালকা করে মাথাটা মুচার চেষ্টা করে....! 

লোকটা আবারো বলে ওঠে...

-- ভয় পাবেন না প্লিজ,,আমি অভি,অর্নাস থার্ড ইয়ার, আপনি?

মেঘা সামান্য মৃদু হেসে রোমালটা ফেরত দিতে দিতে বলে

-- আমি মেঘা, অনার্স ফাস্ট ইয়ার।


অভি তখন আর কিছু বললো না,,হাত দুটো পকেটে গুজে,বৃষ্টির পাণে চেয়ে কিছুক্ষণ ভাবলেশ ভাবে দাড়িয়ে রইলো,,পাশে দাড়িয়ে আছে মেঘা।দুজনেই এই জুম বৃষ্টির কবলে পড়েছে....!


হঠাৎ অভি কি জানি কি ভেবে প্রশ্ন করে বসলো 

-- আচ্চা আপনার বৃষ্টি কেমন লাগে?

 কিছুটা বিরক্তির ভাব মুখে এনে মেঘা জবাব দিলো

--- খুবই জঘন্য..! 

অভি অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে।বৃষ্টি পছন্দ করে না এমন মেয়ে পৃথিবী আছে..? ভাবতেই যেন বার বার বিশম খাচ্ছে সে....তখন মেঘা বলে ওঠলো..


-- এইভাবে হা করে তাকিয়ে আছেন কেন? 

 

এবার অভি কিছুটা নড়ে ছড়ে, বৃষ্টির দিকে তাকিয়ে চুল গুলোকে হাত দিয়ে ঠিক করতে করতে ফিসফিস করে বলে ওঠে...


-- নাম মেঘা,,অথচ মেঘ দেখলেই দৌড়ায়....আহারে পৃথিবীর বৈচিত্র্যতা রে...! আপনার নাম তো মেঘা না হয়ে, রৌদ্রেলা হওয়া উচিত ছিলো....আনরোমান্টিকের ডিব্বা একটা.....

মেঘা এবার কিছুটা রেগে বলে ওঠে...


-- কিহহ্,, আমি আনরোমান্টিক? 


-- হুম।কোন সন্দেহ আছে? 

-- হ্যা আছে....


--জ্বী না নেই.....বৃষ্টি যারা পছন্দ করে না তারা আনরোমান্টিক এ হয়...আর আপনি হচ্চেন সেই আনরোমান্টিক এর ডিব্বা....!


এবার মেঘা দাত কিড়মিড় করে বলে ওঠে..


-- আপনি বৃষ্টি পছন্দ করেন? 


অভি কিছুটা হেলে দুলে উদাস ভঙ্গিতে হালকা এটিটিউড নিয়ে উওর দেয়..


---হ্যা,  অবশ্যই করি..আমি তো আর আপনার মতো আনরোমান্টিকের ডিব্বা না..


এবার মেঘা লাফিয়ে ওঠে বলে,,


-- একজেটলি এটাই...আপনি তো বৃষ্টি পছন্দ করেন তাহলে আপনার নাম বৃষ্টি না হয়ে অভি কেন???বৃষ্টি হওয়া উচিত ছিলো...


মেঘার এমন কথায় অভি কিছুটা হকচকিয়ে ওঠে,ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে....

ছেলেদের নাম বৃষ্টি,,কখনো ভাবা যায়...?কেউ কি ভেবেছে কখনো....!


চলবে?

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.