Bangla choti golpo - ভালোবাসি মেঘা (২)- bangla golpo pdf - love story - life story

 "ভালোবাসি মেঘা" (২)

Bangla choti golpo - ভালোবাসি মেঘা (২)- bangla golpo pdf - love story - life story
Bangla choti golpo - ভালোবাসি মেঘা (২)- bangla golpo pdf - love story - life story 


ছেলেদের নাম বৃষ্টি,,কখনো ভাবা যায়? কেউ কি ভেবেছে কখনো...??

r />

অভি এবার কিছুটা মুখ বেঁকিয়ে বলে ওঠে....

-- ছেলেদের নাম আবার বৃষ্টি হয় নাকি?


মেঘা সাথে সাথে উচ্চসুরে জবাব দিলো..

-- হ্যা হয়,,।রাখলেই হয়...

-- তাহলে,আপনি রাইখেন, আপনার ছেলে নাম। 

-- বাহ রে আমি কেন রাখতে যাবো? আমার তো বৃষ্টি পছন্দ না।আপনার পছন্দ,,আপনি রাইখেন আপনার ছেলে নাম।

-- আমার ছেলের নাম কি রাখবো,সেটা বলার আপনি কে? 

-- সেইম টু ইউ,,প্রথমে আপনি বলছেন এই কথা। তাহলে আমার ছেলে নাম আপনি ডিসাইড করার কে শুনি?


--- আরেহহ্ বাপ রে বাপ, থামেন,কি ঝগড়ুটে রে বাবা।মেয়ে মানুষ মানেই ঝগড়ুটে..... 

-- হ্যা, আর আপনারা ছেলে মানুষরা তো ধোয়া তুলসি পাতা,,ঝগড়া কি জানেনই না....!!

অভি কিছুটা বলতে যাবে... ঠিক তখনই চা দোকানদার দুজনের হাতে দুই কাপ চা দিয়ে বললো...


-- আফামনি,ভাইয়া,এইডা পাবলিক পেইস ঝগড়া কইরেন না তো,,লন চা খান,, মাথা ঠান্ডা করেন। পুলা মাইয়ার নাম কি রাখবেন ওইডা নিয়া না হয়,বাইতে গিয়া ঝগড়া করেই,,ওডা অবস আমনে গো স্বামি- স্ত্রীর বেপার,ওইডা নিয়ে এহানে ঝগড়া লাভ নাই,,ওলডা লোহে মজা নিবো...

 কথাটা বলেই লোকা চলে গেলো..


এদিকে অভি মেঘার দিকে তাকিয়ে, আর মেঘাও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে...

কি বলে গেলো এই লোক? স্বামী-স্ত্রী? কিন্তু ওদের তো আজকেই পরিচয়....! অবশ্য লোকটারও কোন দোষ নাই,ওরা যেভাবে ছেলের নাম রাখা নিয়ে ঝগড়া করছে এটাই ভাবা উচিত....! এদিকে মেঘার যাই যাই অবস্থা, লজ্জায় অভির দিকে তাকাতেও পারছে না,,না জানি লোকটা কি ভাবছে? সে কোন রকমে চা টা রেখে দিলো ঘোর দৌড়,,বৃষ্টির মাঝেই বাসার দিকে ছুটতে লাগলো,,আর দিকে মেঘার এমন কান্ড দেখে,হাসিতে গড়াগড়ি খাচ্ছে অভি..!! 


বৃষ্টি বেশ অনেকক্ষাণি কমেছে,অভিও বাসার উদ্দেশ্য রওনা দিয়েছে,,,,,বাসায় এসে ফ্রেশ হয়ে, কাত হয়ে শুয়ে আছে,,শরীরটা কেমন জানি জিমোচ্ছে,বড্ড ক্লান্ত লাগছে তার,,চোখ দুটো বন্ধ করতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায় সে.....! 


অন্যদিকে  বৃষ্টিতে ভিজে একের এক হাঁচি দিয়েই যাচ্ছে মেঘা, সাথে পুরো ঘর ময় পাইচারিও চলছে...

এদিকে মেঘার মাও মেঘার পিছন পিছন ঘুরছে,কখনো চা তো কখনো লেবুর জল নিয়ে...মেয়ের অবস্থা দেখে ওনি তো প্রায় অস্থির,আজ যে জ্বর ওঠবে সেটা ওনি বেশ ভালো করেই বুঝতে পারছেন...।


বিকাল পাঁচ টা অভি ঘুমাচ্ছে, 


চোখ খুলে দেখে তার মা তার মুখের ওপর ঝুকে আছে,,অভি কিছুই বুঝতে না পেরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার মায়ের দিকে.....


তখন তার মা তার রোমালটা দেখিয়ে বলে ওঠলো


-- তোর রোমালে মেয়েদের.........


চলবে?


[ গল্পটি কেমন লাগছে,অবশ্যই জানাবেন🙏]


Next part 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.