Bangla Golpo - সাফল্য অর্জন করে ও ভোগ করতে পরবেন নি - sed story |
দুনিয়া এমন একটা জায়গা যেখানে কোন কিছুতেই মানুষের মন ভরে না 😢😢😢
একটা-দুইটা না, আট আটটা সরকারি চাকরি পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মেহেদি হাসানের আত্মহত্যা!!!
-সহকারি পরিচালক (দুদক)
-সহকারী পরিচালক (বেপজা)
-সহকারি সমাজসেবা অফিসার (৩৮তম বিসিএস)
-৪০তম নন-ক্যাডার।
-সহকারি পরিচালক (বঙ্গবন্ধু হাইটেক পার্ক)
-সিনিয়র অফিসার (রুপালি ব্যাংক)
-সহকারি ম্যানেজার (ডিপিডিসি)
-জেনারেল অফিসার (হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন)
-৪১তম রিটেন দেওয়া।
মেহেদি হাসান বেপজাতে কর্মরত ছিলেন।
গতবছর মা মারা যাওয়ার পর থেকেই মানসিক বিষন্নতায় ভুগছিলেন। ২৯ মে বিকেলে আত্মহত্যা করেন তিনি।