Islamic Golpo - শিক্ষামূলক পোস্ট - bangla choti golpo


তওবার দ্বারা গুনাহ মাফের বিরল ঘটনা

শিক্ষামূলক পোস্ট

Islamic Golpo - শিক্ষামূলক পোস্ট - bangla choti golpo
Islamic Golpo - শিক্ষামূলক পোস্ট - bangla choti golpo 


বনী ইস্রাইলের যুগে এক ব্যক্তি ছিল; যে ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। পরে তার মনে তওবা করার অনুভূতি জাগে। তখন সে ভাবতে থাকে কি করা যায়? সে একজন খ্রিস্টান ধর্মযাজকের কাছে যায়। তার কাছে গিয়ে বলল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, এমন অন্যায়ের পরও আমার জন্যে মুক্তির কোনো পথ আছে কি?

সে বলল, ’না।’ এটা শুনে সে (ক্রোধান্বিত হয়ে) তাকেও হত্যা করে একশত পূরণ করে দিল। পুনরায় সে পৃথিবীর সবচেয়ে বড় আলেম সম্পর্কে জিজ্ঞাসা করল। এবারও তাকে এক আলেমের খোঁজ দেওয়া হল। সে তার নিকট এসে বলল যে, সে একশত মানুষ খুন করেছে। সুতরাং তার কি তওবার কোন সুযোগ আছে? সে বলল, ’হ্যাঁ আছে! তোমার ও তওবার মধ্যে কে বাধা সৃষ্টি করবে? তুমি অমুক দেশে চলে যাও। সেখানে কিছু এমন লোক আছে যারা আল্লাহ তা’য়ালার ইবাদত করে। তুমিও তাদের সাথে আল্লাহ তা'য়ালার ইবাদত কর। আর তোমার নিজ দেশে ফিরে যেও না। কেননা, ও দেশ পাপের দেশ।’


সুতরাং সে ব্যক্তি ঐ দেশ অভিমুখে যেতে আরম্ভ করল। যখন সে মধ্য রাস্তায় পৌঁছল, তখন তার মৃত্যু এসে গেল। (তার দেহ-পিঞ্জর থেকে আত্মা বের করার জন্য) রহমত ও আযাবের উভয় প্রকার ফেরেশতা উপস্থিত হলেন। ফেরেশতাদের মধ্যে তর্ক-বিতর্ক আরম্ভ হল। রহমতের ফেরেশতাগণ বললেন, ’এই ব্যক্তি তওবা করে এসেছিল এবং পূর্ণ আন্তরিকতার সাথে আল্লাহ তা'য়ালার দিকে তার আগমন ঘটেছে।’ আর আযাবের ফেরেশতাগণ বললেন, ’এ এখনো ভাল কাজ করেনি (এই জন্য সে শাস্তির উপযুক্ত)।’ এমতাবস্থায় একজন ফেরেশতা মানুষের রূপ ধারণ করে উপস্থিত হলেন। ফেরেশগণ তাঁকে সালিস মানলেন। তিনি ফায়সালা দিলেন যে, ’তোমরা দু’ দেশের দূরত্ব মেপে দেখ। (অর্থাৎ এ যে এলাকা থেকে এসেছে সেখান থেকে এই স্থানের দূরত্ব এবং যে দেশে যাচ্ছিল তার দূরত্ব) এই দুয়ের মধ্যে সে যার দিকে বেশী নিকটবর্তী হবে, সে তারই অন্তর্ভুক্ত হবে।’ অতএব তাঁরা দূরত্ব মাপলেন এবং যে দেশে সে যাওয়ার ইচ্ছা করেছিল, সেই (ভালো) দেশকে বেশী নিকটবর্তী পেলেন। সুতরাং রহমতের ফেরেশতাগণ তার জান কবয করলেন।’’ (বুখারী ও মুসলিম)


সহীহতে আরো একটি বর্ণনায় এইরূপ এসেছে যে, "আল্লাহ তা’আলা ঐ দেশকে (যেখান থেকে সে আসছিল তাকে) আদেশ করলেন যে, তুমি দূরে সরে যাও এবং এই সৎশীলদের এলাকাকে আদেশ করলেন যে, তুমি নিকটবর্তী হয়ে যাও। অতঃপর ফেরেশতাদের বললেন, ’তোমরা এ দু’য়ের দূরত্ব মাপ।’ সুতরাং তাকে সৎশীলদের এলাকার দিকে এক বিঘত বেশী নিকটবর্তী পেলেন। যার ফলে তাকে ক্ষমা করে দেওয়া হল।’’ সুবহানাল্লাহ! 


আরো একটি বর্ণনায় আছে, ’’সে ব্যক্তি নিজের বুকের উপর ভর করে ভালো এলাকার দিকে একটু সরে গিয়েছিল।’’[1]


[1] সহীহুল বুখারী ৩৪৭০, মুসলিম ২৭৬৬, ইবনুূ মাজাহ ২৬২৬, আহমাদ ১০৭৭০, ১১২৯০


✅সতরাং রহমতের ফেরেশতারা তার রুহ আকাশে নিয়ে গেলেন। ওই লোককে চেষ্টার কারণে মহান আল্লাহ তা'য়ালা মাফ করে দিলেন।


বান্দা তওবা করতে দেরি করে কিন্তু আল্লাহ তা'য়ালা ক্ষমা করতে দেরি করেন না। আল্লাহ তা'য়ালা আমাদের সবাইকে গুনাহ থেকে হিফাজত করুন এবং ভুল বশত গুনাহ করে ফেললেও আবার তওবা ইস্তেগফারে মশগুল থাকার তৌফিক দান করুন। আমিন🤲


Next part 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.