টাকা আছে! কিন্তু চাইলেই কেনা যাবে না নাথিং ফোন | নাথিং রিভিউ ! নাথিং ফোন ১ প্রাইস

 

টাকা আছে! কিন্তু চাইলেই কেনা যাবে না নাথিং ফোন | নাথিং রিভিউ ! নাথিং ফোন ১ প্রাইস
টাকা আছে! কিন্তু চাইলেই কেনা যাবে না নাথিং ফোন | নাথিং রিভিউ ! নাথিং ফোন ১ প্রাইস


টাকা আছে! কিন্তু চাইলেই কেনা যাবে না নাথিং ফোন

আগামী ১২ জুলাই বাজারে আসছে নাথিং ফোন ১। লন্ডনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নাথিং এই প্রথম স্মার্টফোন আনতে যাচ্ছে। এই ফোনটিকে ঘিরে বিশ্বে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে রহস্য দানা বাঁধছে। ওয়ানপ্লাসের সাবেক সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই নাথিং ফোনের প্রধানের দায়িত্বে আছেন। এর জন্যই বাড়তি উন্মাদনা কাজ করছে ফোনটি ঘিরে। এবার নাথিং জানিয়ে দিয়েছে চাইলেই সবাই কিনতে পারবেন না এই ফোন। প্রথমে নিজস্ব কমিউনিটির সদস্যদের মাঝে ফোনটি বিক্রি করা হবে। যদি তারা ফোনটি ব্যবহার করে সন্তুষ্ট হয় তবেই ইনভাইটের মাধ্যমে ফোনটি বিক্রি করা হবে।


নাথিং ফোন 1 স্পেসিফিকেশন (কিছুই নয় ফোন (1) স্পেসিফিকেশন)-

  • ফোনে রয়েছে 120Hz OLED প্যানেল।
  • Snapdragon 778G+ প্রসেসর
  • 8GB RAM
  • 4,500mAh ব্যাটারি, 45W চার্জিং
  • 50MP+16MP ডুয়াল ক্যামেরা সেটআপ
  • 16MP সেলফি শুটার
  • Android 12 এর উপর Nothing OS।

রিপোর্ট থেকে জানা গিয়েছে, Nothing Phone (1)-এ থাকছে একটি 6.55 ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ডিজ়াইন রেন্ডার থেকে জানা গিয়েছে, ফোনটির ডিসপ্লের চারপাশে পাতলা বেজ়েল থাকছে এবং উপরের বাঁ দিকের কর্নারে থাকছে একচি হোল-পাঞ্চ কাটআউট, যেখানে সেলফি ক্যামেরা দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য Nothing Phone (1)-এ দেওয়া হচ্ছে একটি Qualcomm Snapdragon 778G+ প্রসেসর। দুর্ধর্ষ একটি ব্যাটারি থাকছে, যা 45W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে। এছাড়াও, এই ফোনের ব্যাটারি 5W রিভার্স ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

সফ্টওয়্যারের দিক থেকে ফোনটি চালিত হবে Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক Nothing OS আউট অফ দ্য বক্সের সাহায্যে। ফোনের পিছনে থাকছে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ। 50MP মুখ্য ক্যামেরা থাকছে ও গৌণ হিসেবে থাকছে একটি 16MP আলট্রাওয়াইড ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে দেওয়া হচ্ছে 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেকসের মধ্যে রয়েছে, ব্লুটুথ 5.2, 5G, 4G VoLTE, ওয়াইফাই, জিপিএস/এ-জিপিএস ইত্যাদি। ডুয়াল স্পিকার্স এবং USB Type-C চার্জিং পোর্ট দেওয়া হয়েছে ফোনটিতে। তবে 3.5mm হেডফোন জ্যাক থাকছে না এই ফোনে।


নাথিং ফোন ১ প্রাইস ইন বাংলাদেশ 


যদিও কোম্পানি ফোনটি প্রেজেন্টেশনের সময় নাথিং ফোনের দাম বা স্পেসিফিকেশন সম্পর্কে কিছুই জানায়নি। ফোনটির দাম কত হতে পারে তা জানা না থাকলেও কার্ল পেই অ্যাপলের আইফোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে, আর এই ইঙ্গিতের ফলে স্পষ্টত‌ই ধারণা করা যায় যে পকেটের উপর বেশ চাপ পড়তে চলেছে। লঞ্চিংয়ে স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষ কিছু খোলসা করেনি কোম্পানি। তবে তাঁরা জানিয়েছে যে এটি কোয়ালকম প্রসেসরের সাথে লঞ্চ করা হবে। এর পাশাপাশি অ্যান্ড্রয়েড-ভিত্তিক ইউজার ইন্টারফেস থাকবে নাথিং ফোনে। উল্লেখ্য, সংস্থা স্পষ্ট উল্লেখ করেছে যে নাথিং ফোন অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে নয় বরং অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে।


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.