পুতুল বউ

Bangla Golpo - পুতুল বউ - পর্ব  ১২ - bangla choti golpo
Bangla Golpo - পুতুল বউ - পর্ব  ১২ - bangla choti golpo 

                 ★★পর্ব - ১২★★


প্রতিদিনের মতো আজকে ও মিষ্টির আগে ঘুম ভাংলো আবির।

এখনো মিষ্টি ঘুমিয়ে আছে আবির এর বুকে।

ওর চুলগুলো এলোমেলো ভাবে পড়ে আছে আবিরএর বুকে আর মিষ্টির মুখে।

আবির  চুলগুলো ওর মুখ থেকে সড়িয়ে দিয়ে দেখছে মিষ্টি কে।

কত্তো মায়াবী ওর চেহারাটা।মনে হচ্ছে যেন দুনিয়ার সব মায়া ওর ভেতর উপ্রে আছে।

.

মিষ্টির গরম নিশ্বাসগুলো আবির এর বুকে গিয়ে লাগছে।ওর প্রতিটা নিশ্বাসে  বুকের ভেতর যেনো ঝড় বয়ে যাচ্ছে আবির আরেকটু শক্ত করে মিষ্টিকে নিজের বুকে চেপে নিলো।

আচ্ছা আমার #পুতুল_বউ টা যদি এখন জেগে থাকতো ও কি আমাকে একি ভাবে জড়িয়ে ধরতো??

ও যে  এখন আমার হৃদ স্পন্দন তা কি বুকের ধুকধুকানি শুনে ই বুঝে ফেলতো???

.

হালকা নড়েচরে উঠলো মিষ্টি।

হঠাৎ দুষ্টু বুদ্ধি এলো আবির এর মাথায়।

প্রতিদিন ওদের মাঝে একটা কোলবালিশ থাকে আর আবির  অফিসের সময় হয়ে  যাওয়ায় মিষ্টি কে ঘুমে রেখে ই আগে উঠে যায়।

কিন্তু আজ তো ওদের মাঝে কোলবালিশ নেই আর মিষ্টি নিজেই ঘুমের মাঝে আবির  কে জড়িয়ে আছে।

তাই আবির ইচ্ছে করে ঈ মিষ্টি কে ছেড়ে নিজের হাত সরিয়ে নিলো।

মিষ্টি ঘুম থেকে উঠে যখন দেখবে যে ও আবির  কে এভাবে জড়িয়ে ঘুমিয়ে আছে তো ওর রিএকশন কেমন হবে তা দেখার জন্য।

.

কিছুক্ষন পর মিষ্টি ঘুম ভাংলো। আবির ও তা টের পেয়ে চোখ বন্ধ করে ঘুমের ভাব ধরে রইলো।

মিষ্টি নিজেকে আবিষ্কার করলো আবির এর বুকে।সাথে সাথেই এক ঝাটকা দিয়ে সরতে গিয়ে আবির কে ফেলে দিলো খাট থেকে।

.

মিষ্টি এখন বসে আছে ঠিক খাটের মাঝে দুই চোখ হাত দিয়ে আটকিয়ে।

আর আবির  ঘরের মেঝেতে।

ঘটনাস্তলে উপস্থিত দুইজনে এ আপাতত আহাম্মক।

আবির  বুঝতে পারে নি এমন কিছু হয়ে যাবে।

আরে বাবা আমমি তো ওর বর ই।আমার বুকে শোবে না তো কার কাছে শোবে।এভাবে ধাক্কা মেরেছে যেনো কারেন্টে ও কে সর্ট করেছে।

.

তেমন ব্যাথা পায়নি আবির ।কিন্তু মিষ্টিকে কাছে আনার আরেকটা সুযোগ পেয়েছে আর কি....

.

ও মা... রে.... বলে চিৎকার করে উঠলো।

মিষ্টি বিছানা থেকে তাড়াতাড়ি  নেমে কাছে গিয়ে বলল ---- খুব বেশী লাইগা গেসে বুঝি আপনার??

আমারে মাফ কইরা দেন আমি বুঝি নাই আপনে পইড়া যাইবেন।আর কোনো দিন এমন করমু না।

দয়া কইরা এইবারের মতো আমারে মাফ কইরা দেন।

হয়েছে হয়েছে আমি উঠতে পারছি না।আমাকে ধরে উপরেতুলো।

মিষ্টি আবির কে ধরে উপরে তুলতে চেষ্টা করছে।

আবির  ও দুষ্টুমি করে নিজের সমস্ত ভার মিষ্টির উপর দিয়ে ও কে জড়িয়ে ওর উপর গা এলিয়ে দিচ্ছে আর মুচকি মুচকি হাসছে।

.

বিছানায় সুয়ে আছে আবির ।

মিষ্টি বলল ---- অনেক ব্যাথা করতাসে তাই না??

হুম তা তো করছেই।যে জোড়ে ধাক্কা মেরেছো....কোমড়ে ব্যাথা লেগেছে বেশী।

তবে কেউ যদি ড্রয়ার থেকে বাম টা এনে একটু মালিশ করে দিতো মনে হয় একটু আরাম পেতাম।

এই কথা শুনে মিষ্টি ড্রয়ার থেকে বাম টা এনে আবির  কে উল্টো হয়ে শুতে বলল।

আবির  ও তাই করলো।

মিষ্টি হাতে বাম নিয়েছে কিন্তু চুপকরে পাশে ঈ বসে আছে।

 আবির এর শরীরে হাত দিতে কেমন যেনো সংকোচ লাগছে ওর।

আবির  ও ওর থেমে থাকার কারন বুঝে ইচ্ছে করেই আবার জোড়ে  চিৎকার করে উঠলো ---- ও বাবা গ মরে গেলাম গো......

মিষ্টি আর কিছু না ভেবে ই। আবির এর পিঠে ম্যাসাজ করতে লাগলো আর আবির  তার #পুতুল_বউ এর নরম হাতের পরশ নিচ্ছে।

.

বিকেলে মিষ্টিকে নিয়ে আবির  ঘুড়তে যাবে বলে রেডি হঅঅতে বলল।কিন্তু আজ সে একা নয়।

বড় আপা কে বলল মিষ্টিকে রেডী করে দিতে।

মিষ্টিকে হালকা গোলাপী একটা লং ড্রেস পরেছে।

সাথে চোখে কাজল,  ঠোটে হাল্কা গোলাপী লিপস্টিক পরাচ্ছে মিষ্টি কে।এর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আরো অনেক জ্ঞান ই দিলো রিফা মিষ্টি কে।

প্রায় ত্রিশ মিনিট পর রিফা মিষ্টিকে নিয়ে রুম থেকে বের হলো।

আবির  অবাক দৃষ্টি তে তাকিয়ে আছে মিষ্টির দিকে।

মিষ্টি কে তো চেনা ই যাচ্ছে না।চোখ ফেরাতে পারছে না ওর দিক থেকে।

তার #কচ্ছপ_বউ টার যে এমন আলাদা রুপ আছে তা আজকে বাইরে যেতে না চাইলে মিস করে ফেলত।

.

------ কি রে এখানে দাড়িয়ে থেকে বউ কে দেখবি না কি সাথে নিয়ে বের হবি???

রিফার ডাকে ধ্যান ভাংলো আবির এর। 

বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে ঘুরতে বের হলো দুজন।

আজ পুরো ঢাকা শহর ঘুড়িয়ে দেখাবে মিষ্টি কে।

কিন্তু আবির  তো শুধু মিষ্টি কে ই দেখে যাচ্ছে।

আর মিষ্টি তা বুঝতে পেরে মাথা নিচু করে বসে আছে।

.

কিছুক্ষন পর আবির  বলল ------- মিষ্টি...

হুম???.......আবির এর দিকে তাকিয়ে জবাব দিলো মিষ্টি।

আমি কি তোমার হাতটা ধরতে পারি???

মিষ্টি কিছু না বলে কিছু টা নড়েচরে বসলো।

তারপর কিছুক্ষন চুপ করে থেকে নিজ থেকেই আবিরএর হাতটা আলতো ভাবে ধরলো।

আবির  ও মিষ্টির হাতটা শক্ত করে ধরলো।

.

অনেক্ষন হলো কেও কিছু বলছে না কিন্তু হাত ধরে বসে আছে।

হয়তো একজন আরেকজন কে অনুভব করছে।

তারপর পুরো সন্ধ্যা ওরা অনেক জায়গায় ঘুড়াঘুড়ি করলো।

রাত প্রায় ৯ টার দিকে ওরা ডিনার করে বাসায় ফিরলো।

.

মিষ্টি রুমে এসে কাপড় চেঞ্জ করতে হাতে অন্য জামা নিতেই আবির  বলল ----- মিষ্টি

মিষ্টি ফিরে তাকালো আবির এর দিকে।

আবির বলল ---- ভালো লাগছে তোমাকে।

আর কিছুক্ষন পড়ে থাকো না.......পরে ফ্রেশ হইয়ো।

মিষ্টি ও মাথা নেড়ে সম্মতি জানিয়ে হাতের কাপড়গুলা রেখে চুপচাপ বেলকনিতে গিয়ে দাড়ালো।

.

Next part