পুতুল বউ 

bangla choti golpo - পুতুল বউ  পর্ব  ১৩ - bangla love story
bangla choti golpo - পুতুল বউ  পর্ব  ১৩ - bangla love story 


                 ★★ পর্ব - ১৩ ★★

.

একটু আগেই বৃষ্টি শুরু হয়েছে।

মিষ্টি বেলকনিতে দাড়িয়ে বৃষ্টি দেখছে।

 আবির কালকের প্ল্যানিং টা শুরু করার এখন ই সঠিক সময় ভাবলো।

তাই ধীরে ধীরে কালকের তৈরি কাগজ টি ড্রেসিং টেবিলের সামনে একটা ক্রিমের কৌওটা দিয়ে চাপ দিয়ে রাখলো যার একপাশে একটা পুতুল আকা আর ওপর পাশে চিঠি আকারে আবিরএর সব মনের কথা লিখা।

কিন্তু মিষ্টি জানবে কি করে যে এই চিঠি এখানে তার জন্য রাখা??

তাই আবির ইচ্ছে করে ই ড্রেসিং টেবিল থেকে চিকরুনি টা শব্দ করে নিচে ফেলে দিয়ে রুম থেকে বাইরে চলে গেলো।

কিন্তু চিঠি টা পড়ার পর মিষ্টির রিএকশন দেখার জন্য দরজার সামনে পর্দার আড়ালে দাড়িয়ে রইলো যেনো মিষ্টি ওকে দেখতে না পায়।

.

এদিকে মিষ্টি রুমে কিছু পরার শব্দ পেয়ে বেলকনি থেকে রুমে এসে চিরুনি টা পরে থাকতে দেখে উঠিয়ে রাখতে গিয়ে একটা কাগজে চোখে পড়লো।

কাগজ টি তে খুব সুন্দর করে একটা ঘোমটা দেওয়া মেয়ে আকা।

আর নিচে লিখা Love U #পুতুল_বউ

মিষ্টির এইটা খুব পছন্দ হলো।

তারপর কাগজ টি উল্টিয়ে দেখলো অনেক কিছু লিখা।

মিষ্টি লিখা গুলো পড়তে লাগলো।

.

আমার #পুতুল_বউ

কি হলো বুঝতে পারছো না তো এই নামে কাকে সম্বোধন করছি??

হ্যা আমি তোমাকেই বলছি।

আসলে মিষ্টি নামটা সুন্দর কিন্তু প্রথম যেদিন তোমাকে ঘোমটা দেওয়া বউ এর সাজে দেখেছিলাম সেদিন ই তোমার প্রেমে পড়েছি আর তোমার নাম মনে মনে দিয়েছি #পুতুল_বউ।

আরো অনেকগুলো নাম দিয়েছি তোমার যদি তুমি অনুমতি দাও তো ডাকবো তোমায় সে সব নামে।

জানো #পুতুল_বউ খুব ছুয়ে দিতে ইচ্ছে করে তোমাকে।

নিজ হাতে তোমায় সাজাতে বড্ড সাধ জাগে মনে।

তোমাকে দেখলে মানুষ না একটা পুতুল মনে করে নিজের কাছে রাখতে ইচ্ছে করে।

তোমার লজ্জামাখা মুখটা, বারবার ঘোমটার নিচ থেকে আমাকে দেখা, তোমার চুলের গন্ধ,চুরির ঝুনঝুন শব্দ আমাকে মাতাল করে দেয়।

#পুতুল_বউ বড্ড বেশী ভালোবাসি তোমায় আরো ভালোবাসার সুযোগ চাই।

কথা দিলাম সারাজীবন বুকে আগলে রাখবো।


মিষ্টি চিঠি পড়ে মুচকি মুচকি হাসছে আর কিছু টা লজ্জা ও পাচ্ছে।

আর আবির  পর্দার আড়ালে দাড়িয়ে ড্রেসিং টেবিলের আয়নায় মিষ্টি লজ্জামাখা মুখটা দেখছে আর নিজেও হাসছে।

তারপর রুমে ঠুকে গিটার টা হাতে নিয়ে গান গাইতে গাইতে  মিষ্টির সামনে এগিয়ে গেলো......

.

""""""""""এখন তো সময় ভালোবাসার

এ দুটি হৃদয় কাছে আসার

তুমি যে একা আমিও যে একা

লাগে যে ভালো ও প্রিয় ও প্রিয়।।


পেয়েছি তোমাকে এতদিনে

যেও না সরে গো আভিমানে।

আমি তোমারই ও বুকের ****।।


কী ছোয়া আমাকে দিলে তুমি

রাত দিন তোমাকে ভাবি আমি।

কেন বোঝ না প্রেমেরও পাগলামি।।"""""""

.

গান গাইতে গাইতে আবির  মিষ্টির হাত ধরলে মিষ্টি লজ্জা পেয়ে ছুটে গিয়ে বেলকনিতে গিয়ে দাড়ালো।

আবির  ও হাতের গিটার টা রেখে মিষ্টির পিছু পিছু বেলকনিতে গেলো।

গিয়ে দেখে মিষ্টি দাড়িয়ে আছে।

মিষ্টির এই লজ্জামাখা মুখই আববিরএর সব ইচ্ছের সম্মতি দিচ্ছে।

আবির  মিষ্টিকে পেছন থেকে জড়িয়ে ধরলো।

কিছুটা কেঁপে উঠলো মিষ্টি।

তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ফিস্ফিস করলে বলল ----- ভালোবাসি #পুতুল_বউ

.

মিষ্টি কিছু বলছে না।

আবির  আস্তে আস্তে কানের কাছ থেকে মুখটা সরিয়ে মিষ্টির ঘাড় থেকে চুলগুলো সরিয়ে একটা দুইটা তারপর অনেকগুলা চুমু দিতে লাগলো।

প্রতিটা চুমুতেই যেনো মিষ্টি শিহরিত হচ্ছে।

তারপর ঘুরে দাড়িয়ে আবির  কে শক্ত করে জড়িয়ে ধরলো। আবির  ও জড়িয়ে ধরলো মিষ্টি কে।

তারপর মিষ্টির মুখটা হালকা উচু করে ওর ঠোটে চুমু দিতে লাগলো। মিষ্টি কিছু বলছে না শুধু আবির  কে শক্ত করে ধরে আছে যেনো মিশে যেতে চাচ্ছে ওর সাথে।

লেপ্টে আছে একেঅপরের সাথে।

আর আবির  পাগলের মতো মিষ্টির ঠোটে চুমু খেয়ে যাচ্ছে।

হঠাৎ একফোটা জল গড়িয়ে পড়লো আবির এর মুখে।

সাথে মিষ্টির মৃদু স্বরে ফোপানির শব্দ পাচ্ছে।

মিষ্টির নেশা হয়ে গিয়েছে ওর।এতোক্ষণ খেয়ালই করে নি যে মিষ্টি কাঁদছে।

কিন্তু আমি তো ওকে জোর করি নি।

ওর নিরবতা ওর ভংগি মা আমাকে সায় দিয়েছে ওকে নিজের করতে।

তবে এখন কেনো কাঁদছে ও??

আবির  কয়েকবার জিজ্ঞাস করলো মিষ্টি কে ----- কেনো কাদছো তুমি??

আমি কি কোনো ভুল করেছি??

মিষ্টি নিরবে শুধু কেঁদে ই যাচ্ছে,কিছুই বলছে না।

এবার আবির এর রাগ হলো খুব।

মিষ্টির একা রেখেই রুমে গিয়ে বাতি নিভিয়ে শুয়ে পরলো।

আর মিষ্টি অন্ধকারেই দাড়িয়ে থেকে একা একা কাঁদছে।

.

Next part