পুতুল বউ গল্প - bangla golpo pdf - পর্ব ৯

 

পুতুল বউ

পুতুল বউ গল্প - bangla golpo pdf - পর্ব  ৯
পুতুল বউ গল্প - bangla golpo pdf - পর্ব  ৯


                   ★★   (পর্ব - ৯)★★


সন্ধ্যায় রিফা এলো মিষ্টিুর রুমে।

রুমে গিয়ে দেখে আবির বিছানায় বসে ভিডিও গেমস খেলছে আর মিষ্টি পাশেই পড়ার টেবিলে বসে কি যেনো আকিবুকি আকছে।

রিফা মিষ্টি কে বলল ---- আজ স্কুলে গিয়ে কেমন লাগলো??

মিষ্টি নিচু স্বরে জবাব দিলো জি আপু ভালো লেগেছে।

কিন্তু সত্যি বলতে মিষ্টির একটুও ভালো লাগে নি।

নতুন জায়গা নতুন সহপাঠী আর তাছাড়া স্কুলের সবাই যেন কেমন করে ওকে দেখছিলো তখন তো ভয়ে ওর প্রায় কান্নাই চলে আসছিলো।

রিফা ওর মুখের ভঙ্গী দেখে কিছুটা বুঝতে পেরে মিষ্টির মাথায় হাত রেখে বলল ----- এতো মন খারাপ করার কিছু নেই।প্রথম প্রথম তো একটু খারাপ লাগবেই।তারপর ধীরে ধীরে দেখো সব ঠিক হয়ে যাবে আর তোমার কতো নতুন নতুন বান্ধবী হবে।

তখন দেখো স্কুলের সময় টুকুই তোমার বেশী ভালো লাগবে।

মিষ্টি কিছু বলল না শুধু মাথা নাড়ালো কিছুটা।

তারপর রিফা বলল তোমার যদি কোনো পড়া বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে বা আবির কে বলো আমরা বুঝিয়ে দেবো।

কথা বলার সময় রিফা বারবার আবিরএর দিকে তাকাচ্ছিলো আর বিরক্ত হচ্ছিলো।

এইযে এতোক্ষণ হলো ও এই রুমে এসে মিষ্টির সাথে কথা বলছে অথচ গাধা টা গেমসের ভেতরেই মুখ ঠুসে আছে।

মিষ্টিকে পড়ায় একটু সাহায্য করে ও তো ওর কাছাকাছি আসতে পারে বা পড়াতে পড়াতে ওর সাথে কথা বলে ওর লজ্জা কিছুটা দূর করতে পারে।

আচ্ছা আমি তো ওর বড় বোন না কি ----- সব কথা কি আমি ছোট ভাইকে বলতে পারি???

.

রিফা আববির এর দিকে তাকিয়ে বলল ---- কিরে তুই ওখানে বসে আছিস কেনো??

অযথা গেমস খেলে সময় নষ্ট না করে মিষ্টি কে ওর পড়ায় একটু সাহায্য ও তো করতে পারিস।

আবির রিফার দিকে না তাকিয়ে ই উত্তর দিলো ---- হুম.....

রিফা জানে আবির ওর কথা একটুও কানে নেয় নি।

তাই এবার ধমকের স্বরে জোড়ে বলল ---- তোর হুম তে কি ওর পড়া কমপ্লিট হয়ে যাবে???

আবির কিছুটা বিরক্ত হয়ে উত্তর দিলো ---- আমি এখন পড়াতেটরাতে পারবো না।

এখন লাস্ট লেভেলে আছি,  টাইম নেই আমার।আবির এর কথা শুনে রিফা রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলো আর আস্তে আস্তে বলে গেলো ---- আর যদি কখনো বলিস আপা সব ঠিক করে দাও তখন তোর কপালে এই গেমস টা ই ছুড়ে মারবো।

আবির রিফার কথায় কানে নিলো না।গেমসেই তার মনযোগ।

.

কিছুক্ষণ পর গেমস খেলতে খেলতে আবির এর চোখ গেলো মিষ্টির দিকে।

মিষ্টি একটা কাগজে পেন্সিল দিয়ে কি যেন আঁকছে আর কিছুক্ষন পর পর পেন্সিল টা মুখে দিয়ে কি যেনো ভাবছে আবার আঁকছে।

মিষ্টির সামনের কয়েকটা চুল বার বার চোখের সামনে এসে পরছে ফ্যানের বাতাসে উড়ে আর মিষ্টি সেগুলা কানের পেছনে বার বার গুজছে।

উফফফফফফ অসম্ভব সুন্দর একটা দৃশ্য।

আবির এর যেনো চোখ ই সরছে না বার বার শুধু মনে হচ্ছে মিষ্টির ওই এলোমেলো চুল গুলোকে নিজের হাতে সরিয়ে দিয়ে ওর ঘাড়ে ঠোট ছোয়াতে ওর ওই রেশমী ঘন চুলে মুখ গুজতে।

পেন্সিল টার দিকে তাকিয়ে আপাতত খুব হিংসা হচ্ছে।

কেমন যেনো মাতাল লাগছে নিজেকে, হয়তো মিষ্টির রুপের নেশা হয়ে যাচ্ছে ওর।

.

হঠাৎ ই মনে হলো আপার বলে যাওয়া কথাটা........

ইশশশশ আপা মিষ্টিকে কে পড়াতে বলেছিলো মানে ওর কাছাকাছি থাকার জন্য আর আমি গেমসের তালে তালে কি না কি বলেছি আপার কথাটার মানেই বুঝি নাই।


.

মিষ্টির কাছে গিয়ে আবির মিষ্টিকে বলল পড়ায় কোনো সাহায্য লাগবে????

.

মিষ্টি কিছু না বলেই তাড়াতাড়ি সামনে থাকা কাগজটা সরিয়ে ফেললো আবির এর কাছে ও ব্যাপার টা এড়ালো না।কিন্তু কিছু বলল না।

.

মিষ্টি কে বলল  কি পড়ছো????

দাও আমাকে বই দাও আমি পড়া বুঝিয়ে দিচ্ছি।

মিষ্টি বাধ্য মেয়ের মতো বই বের করে দিল।

আবির মিষ্টি কে পড়াচ্ছে।

 মিষ্টি মাথা নিচু করে আবির এর কথা শুনছে কিন্তু আপাতত কোনো পড়াই ওর মাথায় ঠুকছে না।

.

এর মাঝে মিষ্টি আবির এর দিকে একবার মুখতুলে তাকিয়েছিলো কিন্তু তাকিয়ে দেখে আবির বইয়ের দিকে না তাকিয়ে মিষ্টির দিকে তাকিয়ে পড়াচ্ছে।

চোখে চোখ পরায় মিষ্টি কিছুটা লজ্জা পেয়ে যায়,আর বিকেলের কথা মনে পড়াতেই মিষ্টির গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠছে।

.

আবির পড়ানোর ফাকে চেয়ার টানতে টানতে মিষ্টির অনেকটা কাছে চলে এসেছে।

মিষ্টির কপালে পড়ে থাকা চুল গুলো হাত দিয়ে সরাতে চাইলে আনমনেই আবির মিষ্টির হাত টা ধরে চুল সড়াতে বাধা দেয় আর আরেক হাত দিয়ে মিষ্টির মাথার পেছনে হাত দিয়ে খোপা টা খুলে দিয়ে সবগুলো চুল এলোমেলো করে দিলো।

তারপর মিষ্টির হাতে আলতো করে একটা চুমু দিতেই মিষ্টি চখ বন্ধ করে ফেললো। ওর সারা শরীর যেনো কেঁপে উঠলো।

কিন্তু এখন আর মিষ্টির ভয় লাগছে না।

আবির এর শরীরের গন্ধ পাচ্ছে ও।

অজানা এক ভালোলাগা কাজ করছে ওর ভেতর।

.

কিছুক্ষণ দুজনেই নিরব।

আজ আববির এর খুব ভালো লাগছে।কারন মিষ্টি আজ বাধা দেয় নি।আজ তার #পুতুল_বউ টার প্রথম এত কাছে এসেছে।

ইচ্ছে তো আরো গভীর ছিলো কিন্তু #পুতুল_বউ টা  যে বড্ড লজ্জাবতী।

.

মিষ্টির হাত ধরার সময় হাত থেকে লুকনো কাগজ টা নিচে পড়ে গিয়েছে।

মিষ্টির খেয়াল হওয়ার আগেই কাগজ টা নিচে থেকে তুলে খুলে দেখতেই আবির হাসবে না কি কাঁদবে বুঝে উঠতে পারছে না।

.

কাগজ টি তে মানুষের আকারের একটি  কার্টুন আর্ট করা আর বাকি সব জায়গায় আর বাকি সব জায়গায় আবির  আবির লিখা।

কাজ টা যে মিষ্টির তা বুঝতে আর বাকি রইল না।

আবির তার দুই গাল,মুখে হাত দিয়ে ভাবছে """"আমি কি দেখতে কার্টুনের মত???"""

তার মানে সন্ধ্যা বেলা মিষ্টি এতো মনযোগ দিয়ে এইটা ই আঁকছিল.......

তবে এইটা ভেবে ভালো লাগছে যে মিষ্টি ও আবির এর কথা ভাবে।

.

হুম........ লজ্জা টা আরেকটু দূর করতে পারলেই আমার #কচ্ছপ_বউ টা কে আমি আমার মনের মত করে পাবো।

.

রাতের জন্য স্পেশাল কোনো প্ল্যানিং করতে হবে.......কিন্তু কি?????

ভাবতে হবে........গালে হাত দিয়ে বসে বসে ভাবছে  আবির....

Next part 

To be continue.....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.