আপনি কি করে ওয়েবসাইট এর জন্য পোস্ট লেখবেন | কিভাবে ওয়েবসাইটে পোস্ট করব

 আপনাকে ওয়েবসাইট এ পোস্ট লেখার জন্য যে বিষয় মাথায় রাখতে হবে :-


আপনি কি করে ওয়েবসাইট এর জন্য পোস্ট লেখবেন | কিভাবে ওয়েবসাইটে পোস্ট করব
আপনি কি করে ওয়েবসাইট এর জন্য পোস্ট লেখবেন | কিভাবে ওয়েবসাইটে পোস্ট করব


  • আপনি যে বিষয় সবচেয়ে ভালো পরেন সে বিষয় এ লিখতে হবে। 
  • যে বিষয় এ লিখবেন সে বিষয় এ যেন এক জন ভিজিটর সকল তথ্য জানতে পরে।
  • একটি পোস্ট এ যাতে ৫০০+ শব্দ থাকে।
  • অন্য কোন ওয়েবসাইট থেকে কপি করা যাবে না।
  • কোটেশন আকার এ লিখবেন। 
  • যে বিষয় এ লিখবেন সে বিষয় এ বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারণা নিয়ে লিখতে পরেন, কিন্তু কপি করা যাবে না।
  • যে বিষয় এ লিখবেন সে বিষয় এ যেন পোস্ট এ লেখা হয়।


পোস্ট লেখার নিয়ম 


যেকোনো ধরনের পোস্ট আপনি লেখতে পরেন টেকনোলজি বিষয় নিয়ে ,শিক্ষা বিষয় নিয়ে,গল্প বা অন্যান্য টিপস ও ট্রিকস এমন কিছু টিপস যা আপনি জানেন অনেক ভাল জানেন এবং যারা আপনার এই পড়বে তদের উপকারে আসতে পারে এরকম টিপস আপনার জানা থাকলে লিখে পাঠান আমার আপনারা পোস্ট আমাদের ওয়েবসাইট এ পোস্ট করবো।আপনার লেখা জন্য আপনাকে আমার কিছু টাকা ও দিব।

প্রয়োজনীয় যোগ্যতা :
আপনার লেখা কমপক্ষে 500 থেকে 600 শব্দের হতে হবে ।
অন্য কোন ওয়েবসাইট বা অন্য জায়গা থেকে কপি করে পেস্ট করবেন না।
কোন কপিরাইটযুক্ত লেখা পোস্ট করবেন না,
লেখা বাংলায় লিখবেন। আর আপনি যদি ইংরেজি ভালো জানেন তা হলে ইংরেজি ভাষায় লিখবেন। ইংরেজিতে লিখলে টাকা বেশি পবেন।

অথবা আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনার ভিডিও আমাদের ব্লগে প্রকাশ করতে পারেন আপনার যদি বাংলা টিপস বা যে কোন বিষয় নিয়ে নিয়ে ভিডিও অন্য ধরনের চ্যানেল থেকে থাকে তাহলে আপনার ভিডিও আমাদের সাইটে প্রকাশ করুন এবং আনলিমিটেড ভিজিটর নিতে পরেন আপনার এবং আপনার চ্যানেলের নাম সহ আপনার ভিডিও প্রকাশ করা হবে আমাদের সাইটে। এর জন্য আপনাকে আমাদের কিছু টাকা দিতে হতে পারে। 
ইউটিউব এর ভিডিও আমাদের সাইডে পোস্ট করার জন্য কিছু নিয়ম ভিডিও কপিরাইট মুক্ত হতে হবে ১০০%।
ভিডিও সম্পূর্ণ আপনার নিজের হতে হবে ১০০%।
না হলে আমাদের সাইট এ আপনার ভিডিও আপলোড কারা হবে না।

পোস্টে এই নিয়ম গুলি মেনে লেখা এবং ভিডিও পাঠান তাহলে আমাদের থেকে আপনি মাসে ৮ হাজার টা ইনকাম করতে পরবেন ।

লেখা হলে কি করে পোস্ট করবেন


আপনি আপনার ওয়েবসাইট এর পনেলে যাবেন। তার পরে আপনি লেখাটা যে বিষয় এ লিখেছেন সে বিষয় এ একটি ছবি ডিজাইন করতে হবে। ছবির সাইজ হচ্ছে ১২৮০*৭৫০
আর ১০ থেকে ৩০ কেবি হতে হবে। ছবি ডিজাইন হয়ে গেলে ছবি আপলোড করতে হবে। আপলোড করার পরে ফটো তে ক্লিক করে সেটিংস এ ক্লিক করতে হবে। পরে আপনার পোস্ট এর টাইটেল টা ২ টা আপশন এ দিয়ে সেইভ করতে হবে। তার পরে আপলোড করতে পরবেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.