💕 ||দৈনন্দিনের ছোট ৪টি আমল||
অফুরন্ত ফজিলত।
দৈনন্দিনের ছোট ৪টি আমল|| অফুরন্ত ফজিলত। bangla choti |
🔘আমলঃ- ১
🔘প্রত্যেক ওযুর পর কালেমা শাহাদত পাঠ করাঃ
"উচ্চারনঃ-আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলূহু'
🔘ফজিলতঃ-
যে ব্যাক্তি ওযু করার পড় কালিমায়ে শাহাদাত পাঠ করবে ঐ ব্যাক্তির জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দেওয়া হয় এবং যে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
🔘আমলঃ-০২
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষে "আয়াতুল কুরসি' পাঠ করা।
🔘ফজিলতঃ-
এতে মৃত্যুর সাথে সাথে জান্নাতে যেতে
পারবেন। জান্নাত আর আপনার মাঝে মৃত্যু ছাড়া আর কোনো বাঁধা থাকবে না।
🔘আমলঃ-০৩
🔘প্রত্যেক ফরজ নামাজ শেষেঃ-
🔘৩৩ বার সুবহানাল্লাহ,
🔘৩৩ বার আলহামদুলিল্লাহ্,
🔘৩৩ বার আল্লাহু আকবার পড়া
এবং ১০০ পূর্ণ করার জন্য ১বার এই দোয়াটি পড়া
"লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদীর"
🔘 ফজিলতঃ-
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন, ইনশাআল্লাহ।
🔘আমলঃ-০৪
🔘প্রতিরাতে সূরা মুলক পাঠ করা। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন, ইনশাআল্লাহ।
🔘ফুটনোটঃ-
১)সহিহ মুসলিম, হাদিস নং-২৩৪
২)সিলসিলাহ সহিহাহ, হাদিস নং- ৯৭২
৩)সহিহ মুসলিম, হাদিস নং- ১২২৮
৪)সহিহ তারগিব,
হাকিম ৩৮৩৯,
"তাই আসুন আমরা দৈনন্দিন এই ফজিলতপূর্ন আমলগুলো করার অভ্যাস গড়ে তুলি, নিজেও আমল করি, অপরকে ও আমলগুলো চর্চা করার জন্য তাগিদ দিই।
আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দিক,
_আমিন!! 💕