Bangla story - রিকশাচড়ার কানুন - bangla choti golpo |
রিকশাচড়ার কানুন
১। কোথাও যাবার জন্য রিকশা খুঁজছেন এবং ভাড়া কত হতে পারে তাও জানা আছে। রিকশাওয়ালা ভাই সেই ভাড়াই চাইলো। কিন্তু আপনি চট করে উঠে যাবেন না। ১০ টাকা কমিয়ে বলুন। রাজী না হলে সেই ভাড়াতেই উঠে পড়ুন।
লাভঃ রিকশাওয়ালা ভাই যে ভাড়া চাইলো সেটি সঠিক হলেও যদি দামাদামী না করেন উনি ভাববেন হয়তো ঠকেছে। দেখবেন পৌছে দিয়ে বলবে স্যার ১০ টাকা বাড়ায়া দেন। ঠগ হয়ে গেছে।
২। যদি কোথাও যাওয়ার তাড়া থাকে তবে বয়স্ক লোক চালিত রিকশায় উঠবেন না। সময় হয়তো একই লাগবে। কিন্তু কেন জোরে যাচ্ছেনা, সময় নস্ট হচ্চে, মনে হয় আস্তে চালাচ্ছে ভেবে ভেবে প্রেসার বেড়ে যাবে। (তবে তাদের ধীরে চালানোই স্বাভাবিক)
৩। যদি তাড়া না থাকে তবে বয়স্ক রিকশাওয়ালা চালিত রিকশায় উঠাকে প্রাধান্য দেবেন। কারণ মানুষ সহজে তাদেরটায় চড়ে না। কিন্তু আপনি সাহায্য করুন। সে বিপদে পরেই এই বয়সে রিকশা চালাচ্ছে।
৪। কোথাও যাবার জন্য রিকশা খুঁজছেন এবং ভাড়া কত হতে পারে তাও জানা আছে। রিকশাওয়ালা ভাই ১০ টাকা কম বলেছে। আপনি উঠে পড়ুন। নেমে সেই ১০ টাকা বাড়িয়ে দেন। দেখবেন একটি তৃপ্তির হাসি দিচ্ছে। দোয়াও পাবেন অন্তর থেকে।
৫। রিকশাওয়ালা ভাই রিকশা থামিয়েছে। একটু পানি খাবে। পানি কেনার ১০ টাকা আপনি দিন। দেখবেন সারাদিন আপনার জন্য তার অন্তর থেকে দোয়া আসবে।
৬। যেখানেই যাবেন , সহজ ও পরিচিত লোকেশন বলুন। একটু জটিলভাবে বললে ভাড়াও বেড়ে যাবে। উদাহরণ দিচ্ছি।
যাবেন মালিবাগ মোড়? তখন বলবে মোড়েই নামবেন? আমি বলি হা। একদম মোড়ে। তখন মগবাজার মোড় থেকে ৩০/ টাকায় আসি। কিন্তু যখনই বলি মোড় থেকে একটু ঢুকে শান্তিবাগ পানির পাম্পের ডানের গলিতে। তখন ভাড়া চায় ৭০-৮০ টাকা। অথচ মোড়ে ৩০ টাকায় নেমে আমি সহজেই হেটে চলে যেতে পারি।
৭। রিকশায় যাচ্ছেন। হঠাত বৃস্টি । রিকশায় পর্দা না থাকলে অকারণে বকাবকি করবেন না। কারণ আপনি যেমন আবহাওয়ার পুর্বাভাস না দেখে ছাতি না নিয়ে বেরিয়েছেন সেও পর্দা ছাড়া বেরিয়েছে। তখন বৃস্টি বিলাসী হয়ে উপভোগ করা ছাড়া উপায় নেই।
৮। উলটোপথে রিকশা নিয়ে যেতে চাইলে মানা করুন। সমস্যা হলে তার হবে না । আপনারাও হবে।
৯। রিকশায় চড়ার আগেই সিটের পজিশন দেখে নিন। কিছু সিট ঢালু থাকে। সারারাস্তা কেবল পজিশন ঠিক করতে হবে। যেগুলো সোজা বা পেছনের দিকে খানিকটা কাত সেটায় বসুন। আরামে যাওয়া যাবে।
১০। রিকশায় চড়া নিয়ে মানুষ চেনা যায় সহজে। দেখবেন ৫-১০ টাকার জন্য হাতাহাতি গালাগালি করবে। ওদের পরিহার করুন। সুতরাং যাকে বন্ধু বানাবেন তার সাথে কিছুদিন রিকশায় ঘোরাঘুরি করুন। চেনা যাবে সহজেই। (আমি কিন্তু জিফ আর বিএফ বানানোর কথা বলি নাই)
১১। কখনো আপনি রিকশায় চড়ে কোথাও যাচ্ছেন। দেখলেন আপনার খুব কাছের কেউ সেদিকেই যাচ্ছে। উঠিয়ে নিলেন রিকশায়। নেমে অবশ্যই ভাড়া কিছু বাড়িয়ে দেবেন। যদিও অধিকাংশ মানুষ তা করেনা এমনকি এটা নিয়ে ভাবেও না। বরং উল্টো চিন্তা করে যে, সেতো এদিকেই আসতো । অথচ যখন রিকশাওয়ালা ভাইয়ের সাথে দামাদামী করেছেন সে তখন কেবল আপনাকেই দেখেছে। এটা মানুষ চালিত যান। আরেকজন উঠলে টানার কস্ট হয়। সুতরাং একজনের উপকার করতে গিয়ে রিকশাওয়ালা ভাইকে কস্ট দেবার কোন অধিকার আপনার নেই।
১২। কিছু রিকশাওয়ালা ভাই দেখলেই বুঝবেন শিক্ষিত। অর্থাৎ বিপদে পরে রিকশা চালাচ্ছে। তাদের কিছু সাহায্য করুন। এরকম আমি মাদ্রাসায় শিক্ষিত, কলেজ পড়ুয়া অনেকরকম পেয়েছি। তাদের সাথে মত বিনিময় করুন। নিদেনপক্ষে সরকারের গুষ্ঠি উদ্ধার করা একটি বাক্য কানে আসবে।